'বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি'র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের জোবায়ের হোসেন রাহাত ও সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ হেলাল উদ্দিন, এবং ভূগোল ও পরিবেশ বিভাগের রায়হান রিয়াজ।
সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ইসলামী স্টাডিস বিভাগের রাফিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে পরিসংখ্যান বিভাগের মেহেরাবুল ইসলাম সৌদিপ, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের মোঃ ইব্রাহিম শেখ এছাড়া বিজ্ঞান ও সাহিত্য সম্পাদকের দায়িত্বে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তামিম মাহমুদ।
প্রসঙ্গত বাংলাদেশ সাইন্স ফিকশন সোসাইটি একটি বিজ্ঞান কেন্দ্রিক সৃজনশীল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করা, বিজ্ঞান শিক্ষা বিস্তারে সহায়তা করা ও বিজ্ঞান বিনোদনের প্রসারে কার্যকরী ভূমিকা পালন করে। বাংলাদেশ সাইন্স ফিকশন সোসাইটি সংক্ষিপ্ত নাম (BSFS) যার সরকারি অনুমোদন রয়েছে। 1860 সালের সোসাইটি আইনের 21 নং ধারায় অনুমোদন নাম্বার ১২৭৮৪/২০১৭
"আজকের কল্পনা আগামীর বিজ্ঞান"স্লোগানকে সামনে রেখে 'বাংলাদেশ সাইন্স ফিকশন সোসাইটি'র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এগিয়ে চলছে।