কবিতা - জবাব

নিজাম হোসাইন অপূর্ব

নিজাম হোসাইন অপূর্ব

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

কবিতা - জবাব

আমি তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

দিগন্তের সূচনায় যেদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

তোমাদের দেয়া মিথ্যে অপবাদের দেয়াল যেদিন আমি ভেঙে চুরমার করে দিবো।

আরও পড়ুনঃ  পরী

আমি তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

যখন শুনলাম আমার পোষা প্রাণী গুলো পিছন থেকে আমাকে আঘাত হানলো।

কি বিষাক্ত যন্ত্রনা যা জ্বলছে পুড়ছে হৃদয়ে।

তবুও আমি চুপ ছিলাম, শুধু অপেক্ষায় ছিলাম।

সময়ের সাথে সাথে আমি তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

রাস্তায় পড়ে থাকা নির্বোধ প্রাণী গুলোও আজ নাকি আধুনিক হয়েছে ধার করা শক্তির জোরে।

হায়নার মত পিছন থেকে ছুটছে কামড়াতে নয়, ভালবেসে আঘাত দেয়ার জন্য।

কানা ফিসফিস বিস্ফোরণ নিহত হয়েছে হৃদয়।

যাদের সোনার থালায় খাওয়াতে তাঁরা খাওয়ালো ভাঙ্গা পেয়ালায়।

আরও পড়ুনঃ  বাবা

চিন্তা কর না আমি তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

পশ্চিম আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম।

আমি কোনো প্রতিশোধ নিতে জন্মিনি, আমি তোমাদের উপর করুণার আলোড়ন ছড়িয়ে দিয়েছি।

তোমরা আমাকে নিয়ে হাট্টা আর মজায় আসর জমিয়েছো।

তোমরা আমার দূর্বলতাকে আঘাত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছো।

আমি চুপ ছিলাম, শুধু অপেক্ষায় ছিলাম।

তোমাদের পাল্টা আঘাত করার জন্য নয় বরং বুঝিয়ে দিতে, আমার তোমাদের জন্য অফুরন্ত করুণা রয়েছে।

হ্যা তবে যেদিন আমি, পশ্চিম দিগন্তে যোদ্ধার ন্যায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

আমি তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

তোমরা ক্ষেপেছো, পাগলা কুকুরের নেয় বলেছো।

আমি শুনেছি, আমি দেখেছি আর চুপ থেকেছি।

তোমরা কাপুরুষের মত পিছন থেকে আঘাত করেছো।

আমি সহ্য করেছি, চুপ থেকেছি।

তোমরা আমার বিশ্বাস নিয়ে হাট্টা করেছো।

আমি দেখেছি, আমি শুনেছি শুধু জবাব দেইনি।

দিগন্তের সূচনায় যেদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

আমি সেদিন তোমাদের সব হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব।

প্রদীপের ন্যায় জ্বলেছি পুড়েছি কি দুঃসহ যন্ত্রণায়।

এ যন্ত্রনা প্রতিশোধের নয়, করুণা বিছবো বলে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news