জনগণ এখন আওয়ামী দুঃশাসনের নরকে আছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

জনগণ এখন আওয়ামী দুঃশাসনের নরকে আছে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জ্বালানী তেলসহ সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা এখন হাহাকার করছে। দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করেছে। সরকারের মন্ত্রীরা বেহেশতের কথা বলে অহংকার করেন, জনগণের টাকা হরিলুট করে বেহেশতে থাকতে পারেন। কিন্তু জনগণ আওয়ামী দুঃশাসনে নরকে আছে। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। ব্যর্থ সরকার দেশের ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা করছে।

তিনি শনিবার (২৭ আগষ্ট) বিকালে নগরীর আতুরার ডিপু মোড়ে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। নগরীর চালিতাতলী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ঈদগাহ মোড়, বেলতল, তুলা কোম্পানি, জংলী শাহ'র মাজার হয়ে আতুরার ডিপু নুর টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আবু সুফিয়ান বলেন, চারদিকে আতঙ্ক বিরাজ করছে। মানুষের কোনো মৌলিক অধিকার নেই। সব গণতান্ত্রিক অধিকারকে বন্দি করে রেখেছে সরকার। নির্বাচন ব্যবস্থাকে তারা কবরস্থ করেছে।

এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই রাজপথেই আমাদেরকে এর সমাধান করতে হবে। পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জিএম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, জালালাবাদ ওয়ার্ড় বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, থানা বিএনপির সহ সভাপতি মফজল আহম্মেদ কোম্পানি, মাহবুবুল আলম, মকবুল হোসেন, মো. ইসমাইল, আনিসুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, সাইফু সওদাগর, শাহাদাত হোসেন চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, আবছার উদ্দিন, বিএনপি নেতা এসএম মহসিন, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, আবদুল হালিম কালু, ওয়াহিদুল ইসলাম, মো. ইলিয়াছ, আবদুস ছবুর, আবদুর রহিম, আবু বক্কর, মো. বেলাল সর্দার, চান মিয়া, মহিউদ্দীন জুয়েল, নাজিম উদ্দিন নাজু, এম আর খান ফারুক, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা, ফখরুল ইসলাম শাহীন, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনোয়ার হোসেন, মো. আমিন, মাহি রুবেল, কাজী মহিউদ্দীন, মো. শহিদুজ্জামান, এস এম নোমান, আবদুর রহমান আলফাজ, ফিরোজ মাহমুদ, খোরশেদ আলম, মো. সাগর প্রমূখ।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news