আজ শনিবার ২ এপ্রিল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। এর আগে গতকাল সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেন। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে।সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমানেও আগামীকাল রবিবার থেকে রোজা হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে সে সব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন।
প্রত্রিকা একাত্তর/আব্দুল্লাহ আল সুমন