মসজিদ ভাঙচুরের দায়ে আটক আসামি শ্রীঘরে

জেলা প্রতিনিধি, নওগাঁ

৭ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

মসজিদ ভাঙচুরের দায়ে আটক আসামি শ্রীঘরে

নওগাঁর সাপাহারে মসজিদ ভাঙচুর করার দায়ে সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃত সোহেল রানা উপজেলার বাদ-উপরইল গ্রামের আ. আজিজের ছেলে বলে জানা গেছে। থানায় দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, মোঃ ফরহাদ হোসেন তিলনা ইউনিয়নের বাদ-উপরইল গ্রামের জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মসজিদ ভাঙচুরের ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় থানায় বাদ উপরইল গ্রামের বাবা-ছেলে সহ তিনজনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।

বিবাদীরা হলেন আ. আজিজের ছেলে ১।সোহেল রানা (৩০) ,২। জুয়েল (৩২) এবং একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ৩। আ. আজিজ (৫৫) । ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, উপজেলার বাদ উপরইল গ্রামের জামে মসজিদের উত্তর পাশে কার্ণিশের সাথে লাগানো বাদীদের একটি বড় মেহগনি গাছ আছে। ঝড় বাতাসে ওই গাছের ডাল-পালা লেগে প্রায়’শ মসজিদের ক্ষয়ক্ষতি হয়।

গত বছরে ঝড়ে গাছ দুলে মসজিদের কার্ণিশের সাথে লেগে কার্ণিশ ভেঙ্গে যায়। যাতে করে মসজিদ কর্তৃপক্ষের ৫ হাজার টাকা ক্ষতি হয়।বার বার গাছটি সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও বিবাদীরা কোন কথায় কর্ণপাত করে না। বরং গাছ সরাবেনা মর্মে জানিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকাল ৮টার দিকে মসজিদের সভাপতি ফরহাদ হোসেন মুসল্লীদের নিয়ে মসজিদের সাথে লাগানো গাছটির বর্ধিত ডালপালা কেটে দেয়। যাতে ঝড় বাতাসে ডালপালা লেগে মসজিদের কোন ক্ষয়-ক্ষতি না হয়।

সেই সূত্র ধরে ১নং আসামী সোহেল ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মুনল্লীদেরকে কটাক্ষ করতে থাকে। এসময় স্থানীয় জনৈক মুসল্লী দেলোয়ার তাকে কটাক্ষ করতে নিষেধ করলে তার হাতে থাকা কুড়ালের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে। যাতে করে গুরতর আহত হন মুসল্লী দেলোয়ার। এসময় সোহেলের বাবা ও ভাই কুড়াল,শাবল, রড ইত্যাদি দিয়ে মসজিদ ভেঙে ফেলার উদ্দেশ্যে মসজিদের সম্মুখভাগে মিনার ভাঙচুর করে।

এঘটনায় মসজিদের সভাপতি ফরহাদ হোসেন বাদী হয়ে তিন বাবা ছেলের নামে স্থানীয় থানায় অভিযোগ করেন। পরে তাদের নামে মামলা ফাইল করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ১নং আসামী সোহেলকে আটক করে থানা পুলিশ। পরের দিন আসামী সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামীকে আটক করার আগে থেকেই তার বাম হাত ভাঙ্গা ছিলো বলেও নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান। একজন মুসলিম হয়ে মসজিদ ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

পত্রিকা একাত্তর /তোফায়েল আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news