পবিত্র মাহে রমজান উপলক্ষে বাকেরগঞ্জে বছরের ন্যায় হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ করলেন বাকেরগঞ্জ পৌরসভার ২নং মানবিক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন ৷ তিনি ২এপ্রিল শনিবার সন্ধ্যার পর তার কার্যালয় থেকে ২নং ওয়ার্ডে বসবাসরত ২৫০ জন দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করেন ৷ প্রত্যেকটি প্যাকেটে এক কেজি ছোলা, ১কেজি চিনি,১কেজি তৈল, ১কেজি মুড়ি, ১কেজি চিড়া,১কেজি পিয়াজ, ১কেজি আলু ও ১কেজি লবন দেন ৷এ প্রসঙ্গে কাউন্সিলর রিপন খন্দকার বলেন, আমার নিজস্ব তহবিল থেকে আমি আমার ওয়ার্ডের দরিদ্রদের ইফতার সামগ্রী দিয়েছি ৷ আমার ওয়ার্ডের কোন অসহায় পরিবার যাতে রমজান মাসে ইফতারে কষ্ট না পায় ৷ তিনি আরোও বলেন, শুধু আমার ওয়ার্ড ছাড়াও অন্যান্য দরিদ্র পরিবার আমার কাছে আসলে তাদেরকেও ইফতার সামগ্রী দেয়া হবে ৷ আমার এ ইফতার পণ্য সামগ্রী সমস্ত রমজান মাস ব্যাপী দেয়া হবে ৷উল্লেখ্য করোনা মহামারী সময়ে তিনি অনেক অসহায় পরিবারকে পণ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়েছেন ৷ তার এ উদার মনমানসিকতা ও সাহায্যে পেয়ে অসহায় পরিবার গুলো খুবই খুশি ৷
বাকেরগঞ্জে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মানবিক কাউন্সিলর রিপন খন্দকার।।
৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

