নগরীর পানিবন্দি হয়ে পরা চকবাজার পশ্চিম বাকলিয়া ওয়াপদা, সৈয়দ শাহ রোড, এক্সেস রোড ও রসুলবাগ আবাসিক এলাকার পানি কমতে শুরু করলেও একাধিক মসজিদ, মাদ্রাসা ও বাসা,বাড়ি নিচু হওয়ার কারনে পানি জমে থাকতে দেখা যায়।