দর্শকদের হলে গিয়ে “বীরত্ব” দেখার আহ্বান জানালেন- শাকিব


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৮:১০ পূর্বাহ্ণ / ৩৬
দর্শকদের হলে গিয়ে “বীরত্ব” দেখার আহ্বান জানালেন- শাকিব

আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুর রহমান রানা পরিচালিত ‘বীরত্ব’। এতে চিত্রনায়ক মামনুন ইমনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে আসা নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া বিশেষ একটি চরিত্রে রয়েছেন নিপুণ আক্তার।



‘বীরত্ব’ মুক্তির আগেরদিন সিনেমার কলাকুশরীদের অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেই সঙ্গে পোস্টার শেয়ার করে দর্শকদের হলে গিয়ে এই সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।



বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সামাজিকমাধ্যমে ফেসবুক পেজে শাকিব লেখেন, ‘দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি।

সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইস্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে।



পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ