"স্বজন প্রিয় ফেস্টিবেল" অনুষ্ঠানে কিশোর কিশোরীদের নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজক করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য দুলাল মহলদার সহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার কিশোর কিশোরীরা সাংস্কৃতি অনুষ্ঠান,কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সার্বিক উদ্যোগদাতা ও তত্ত্বাবধায়ক পরিচালনা করেন,খলসিবুনিয়া খেদমত ট্র‍াস্ট'র কর্ণধর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর,সমাজসেবক বিভূতি রায়।

আক্তারুল ইসলাম: বটিয়াঘাটা প্রতিনিধি।

">

স্বজন প্রিয় ফেস্টিবেল অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ’বিভূতি রায়’

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৪ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে

স্বজন প্রিয় ফেস্টিবেল অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ’বিভূতি রায়’

"স্বজন প্রিয় ফেস্টিবেল" সবার সঙ্গে-সবার জন‍্যে এই শ্লোগানকে সামনে রেখে বৃত্তি খলসিবুনিয়া গ্রামবাসী ও খেদমত ট্রাস্ট কর্তৃক আয়োজিত কিশোর কিশোরীদের নিয়ে এক সাংস্কৃতি ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বটিয়াঘাটা উপজেলার বিত্তি খলসিবুনিয়া এলাকায়

"স্বজন প্রিয় ফেস্টিবেল" অনুষ্ঠানে কিশোর কিশোরীদের নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজক করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য দুলাল মহলদার সহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার কিশোর কিশোরীরা সাংস্কৃতি অনুষ্ঠান,কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সার্বিক উদ্যোগদাতা ও তত্ত্বাবধায়ক পরিচালনা করেন,খলসিবুনিয়া খেদমত ট্র‍াস্ট'র কর্ণধর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর,সমাজসেবক বিভূতি রায়।

আক্তারুল ইসলাম: বটিয়াঘাটা প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news