ঝড়ে গেল সাংস্কৃতিক অঙ্গনের নক্ষত্র আচল

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২, ২ years আগে

ঝড়ে গেল সাংস্কৃতিক অঙ্গনের নক্ষত্র আচল

উল্লাপাড়ার সাংস্কৃতিক অঙ্গন হতে একটি অতি পরিচিত মুখ আজ হারিয়ে গেলো , তার নাম আচল সাহা। আচল সাহা ছিল উল্লাপাড়ার সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য মনি।

আঁচলের মা নিলা সাহা উল্লাপাড়া শহিদ কোচিং সেন্টার এর শিক্ষিকা। আচল তাদের একমাত্র কন্যা সন্তান। আচল অল্প সময়ের মধ্যে নাচ,গান করে উল্লাপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে ছিল।

আঁচলের বাড়ি উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া গ্রামে। পরিবারের সুত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির কারনে সে গতকাল রবিবার রাত ১০. ৩০ মিনিটে ঢাকায় তার মহিলা হোষ্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার লাশ তদন্ত শেষে উল্লাপাড়ায় আনা হচ্ছে। ঘোষগাতি শ্মশানে তার শেষ কৃত্য করা হবে।

পত্রিকাএকাত্তর /শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news