ডোমারে শিক্ষক মোস্তাফিজুর রহমান স্মরণে দোয়া মাহফিল


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৪/১০/২০২২, ১১:২৮ অপরাহ্ণ / ৬৫৯
ডোমারে শিক্ষক মোস্তাফিজুর রহমান স্মরণে দোয়া মাহফিল

নীলফামারীর ডোমার উপজেলার মেলাপাঙ্গা শিশুকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত মোস্তাফিজুর রহমান (মোস্তফা) এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (২৪শে অক্টোবর) উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা শিশুকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে সহকারী শিক্ষক প্রয়াত মোস্তাফিজুর রহমান মোস্তফার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় তাঁর সহকর্মীরা কর্মে সততা ও এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে উদার মননশীল ভূমিকার প্রতি সম্মানপূর্বক স্মৃতিচারণ করেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ ডোমারের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ স্মরণসভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের শোক সহ্য করে আগামীর জীবনযাপনের কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও মেলাপাঙ্গা শিশুকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ