হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯৯৯ ফোন কলে স্কুল ছাত্রীর ফোন। ভ্রাম্যমাণ আদালতে বখাটের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা আদায়।
অভিযুক্ত বখাটে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ত্রিকর মহল্লা গ্রামের জাহের মিয়ার পুত্র নাহিদুল (১৯)। ২৫ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রীর সাথে ইভটিজিংয়ের ঘটনা ঘটে।
৯৯৯ এ ছাত্রীর ফোন কল পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের নির্দেশে এস আই ওমর ফারুক সংগীয় ফোর্স নিয়ে অভিযুক্তকে আটক করেন।
পরবর্তীতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত বখাটের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
পত্রিকা একাত্তর / আকিকুর রহমান রুমন
আপনার মতামত লিখুন :