ভালুকায় এক রাতে চার বাড়িতে চুরি


জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় : ২৯/১০/২০২২, ৬:১২ অপরাহ্ণ / ১০০
ভালুকায় এক রাতে চার বাড়িতে চুরি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গাড়া গ্রামে। শুক্রবার দিবাগত রাতে চার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

জানা যার, উপজেলার আঙ্গাড়া গ্রামের রফিকুল ইসলাম শাহানাজ বেগম শুভর মিয়া ও আশরাফ হোসেন এর ঘরে একটি সংঘবদ্ধ চুরের দল ঘরের বিতরে প্রবেশ করে রফিকুল ইসলামের ঘর থেকে নগত ৫ হাজার টাকা আটানা ওজনের একটি আংটি ও একটি এন্ডয়েড মোবাইলসেট শাহানাজের ঘর থেকে দুইটি কম্বল একভরি ওজনের একটি স্বর্নের চেইন একটি স্বর্নের আংটি ও একটি লাকেজ।

আশরাফ হোসেনের বাড়ি থেকে নগত ২০ হাজার টাকা বিদেশি একটি লাইট ও চার হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লেখিত অভিযোগ করেছেন।

পত্রিকা একাত্তর