উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২১ মে, ২০২২, ২ years আগে

উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরন

আশ্রয় প্রকল্পের আওতাধীন নাটোরের গুরুদাসপুরের কালাকান্দর এলাকার উপকারভোগী ৩৬ পরিবার পেল ১টি করে সেলাই মেশিন। ২১মে শনিবার উপজেলা ভূমি কার্যালয় থেকে ওই সেলাই মেশিন প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

এসময় ইউএনও মো.তমাল হোসেন, এসিল্যান্ড মো. আবু রাসেল ও উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া উপস্থিত ছিলেন। ইউএনও তমাল জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের সেলাই মেশিন সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে।

পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিন সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে। ২শতক জমির ওপর প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বলেন, তাদের স্বামী ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news