ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নিয়ে জটিলতায় উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং ও পিটিআই কমিটির সভাপতি। শনিবার দুপুরে মধ্যবাজার ধান মহালে পিটিআই কমিটির সভাপতি নিজাম উদ্দিনের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার নিজে বাড়ি নির্মাণ করেছেন, এমন অভিযোগের তদন্ত চলাকালীন সময়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।এতে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম লিখিত বক্তব্যে বলেন- গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন স্থানীয় প্রতিবেশীদের নিয়ে বিদ্যালয়ের জমি গ্রাস করার চেষ্টায় লিপ্ত হয়েছেন।
তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। সভাপতি আরও বলেন- বিদ্যালয়ের উত্তরপাশের প্রতিবেশি শরফুল হায়দার বিদ্যুৎ বিদ্যালয়ের দেয়াল ভেঙে জমি দখল করলেও তিনি কোন ব্যবস্থা নেননি।
পিটিআই কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন আলাদা লিখিত বক্তব্যে বলেন- বিদ্যালয়ের বৈধ জমি রয়েছে ১৫ শতক ও সামাজিক দেন দরবারের মাধ্যমে ২০১৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের মধ্যস্থতায় আরও চার শতক জমি অধিগ্রহণ করা হয়েছে।
জায়গাটি বেদখল হওয়া থেকে রক্ষা করার জন্য তাঁরা নিজ উদ্যোগে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু শিক্ষা কর্মকর্তা এতে বাঁধা দিয়েছেন। এসময় তিনি অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।
আনীত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন- প্রধান শিক্ষক অনৈতিকভাবে বিদ্যালয়ের জায়গা দখল করে নিজে বাড়ি নির্মাণ করেছেন। প্রধান শিক্ষককের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগের তদন্ত চলছে।
এ অবস্থায় সীমানা প্রাচীর নির্মাণের সময় ম্যানেজিং কমিটি শিক্ষা অফিসের সাথে পরামর্শ করেনি বা অনুমতি নেয়নি, যে কারণে কাজ স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে- প্রধান শিক্ষককে রক্ষা করতেই তাঁরা সীমানা প্রাচীর নির্মাণ ও সংবাদ সম্মেলন করেছেন।
ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কামাল হোসেন এর আগে প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের লিখিত অভিযোগ করেছেন, স্কুলের স্বার্থরক্ষার্থে বিধি মোতাবেক তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এসব ঘটনায় প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ারকে শোকজ করা হয়েছে।
পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির