ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে রামপালের বাইনতলা ইউনিয়ন সগুনা মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল কোচিং একাডেমীতে সকাল ৯টা হতে চোখের ছানি রোগি বাছাইসহ চোখের সকল প্রকার চিকিৎসা বিনামুল্যে প্রদান করা হয় ,এছাড়া ছানি রোগিদের বিনা মুল্যে অপারেশনসহ ওষুধ ওকালো চশমা প্রদান করা হয়ে থাকে।
সগুনা মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল কোচিং একাডেমীতে সাকল ৯ টা থেকে শুরু করে সারা দিন এই ক্যাম্প চলে । সেখানে রোগীর সংখ্যা ১৩০জন, ৩০ জন রোগীকে বিনামূলে চশমা বিতরণ করেন এবং বিনামূলে সানি অপারেশন এর জন্য ২৫ জন রোগীকে বিনামূলে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
রামপাল এবং বাগেরহাট এর বিভিন্ন স্থান থেকে চোখের সু চিকিৎসা করার জন্য রোগীর আসেন সকাল ৯ টা থেকে শুরু করে সারা দিন এই ক্যাম্প চলে।
উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের উক্ত সভাপতি পরিচালক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সকলে উপস্থিত থেকে সুন্দর ভাবে চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা করেন।
উক্ত ক্লাবের পরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন আমরা প্রতি বরছ দুইবার এই এই ক্যাম্প টি করে থাকি তিনি ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটে সুনাম ধন্য দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর ডাক্তার এবং সকল স্টাফ কে। যাদের অপারেশন এর জন্য পাঠিয়েছেন তাদের উদ্দেশ্য জানিয়েছেন তারা যত সময় বাড়িতে না পিরবে তত সময় নিতি দ্বায়িত্বে রাখবেন সকল কে।
পত্রিকা একাত্তর/শেখ আবু তালেব