বটিয়াঘাটা উপজেলা কে এম এস এস এর প্রকল্প পরিচিত সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৩০ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে

বটিয়াঘাটা উপজেলা কে এম এস এস এর প্রকল্প পরিচিত সভা অনুষ্ঠিত

গতকাল বটিয়াঘাটা উপজেলার অডিটরিয়াম কেএমএসএস এর উদ্যোগে সেবা প্রক্রিয়া সহজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা উপজেলারভাইচ চেয়ারম্যান নিতাই গাইন স্বভাপতিত্বে সভার কার্যক্রম আরাম্ব হয় কাজী বাবর আলী (পিসি) খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)।

বটিয়াঘাটায় উউপজেলার ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইচ চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। আরো উপস্থিত ছিলেন ১ নং জলমা ইউনিয়ন এর চেয়ার ম্যান বিধান রায়, ২নং বটিয়াঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পল্লব বিশ্বাস (রিটু), ৪নং সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন(লিটু) ৫নং ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ (ওবায়দুল), ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।

আরো অংশগ্রহণ করেন সংস্লিষ্ট দফতরের সরকারী কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সিএসজি এবং ইউপি সচিববৃন্দ, বাস্তবায়নে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) অংশগ্রহনকারীগন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে বঞ্চিত জনের অধিকার Excluded People's Rights In Bangladesh প্রকল্পের অন্তভুক্ত -জন প্রথিষ্ঠন সম্যুহো শক্তিশালী করন Strengthening Public Lnstitutioms কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেয়া ও মতামতের উপর গ্রহণ করা এবং আলোচনা করা হয়। কাজী বাবর আলী (পিসি) অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শামীমা পারভিন (কেয়া)।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news