ডোমারে আ’লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে আ’লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা, নৌকা মার্কার তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬শে মার্চ) সন্ধ্যায় ডোমার পাটগুদাম মাঠে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ (রশিদুল) এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর হক দুলাল, ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৮নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল রানা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার অনুসারীরা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমার পিতা ছিলেন একজন ব্যবসায়ী, তাকে রাজাকার বানানোর অপচেষ্টা করছে মহলটি। ডোমারের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি।

আলোচনা সভা শেষে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নির্বাচিত তিন জনপ্রতিনিধিকে ডোমার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/এআর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news