পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মুরাদ আলী প্রামাণিককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নীলফামারী জেলা আওয়ামী লীগ।
শনিবার (১লা জানুয়ারী) রাতে নীলফামারী জেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রত্যাশী হয়ে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। তাকে কেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে না, তার কারণ জানাতে আগামী ১২ ঘণ্টার মধ্যে জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মো. মুরাদ আলী প্রামাণিক ডোমার উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য। তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতিকের অংশগ্রহণ করছেন। একই ইউনিয়নে এবার নৌকার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন– মো. হাফিজুর রহমান বকুল।