বিরামপুরে গাঁজা গাছ সহ মা ও মেয়ে আটক

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৫ মে, ২০২২, ২ years আগে

বিরামপুরে গাঁজা গাছ সহ মা ও মেয়ে আটক

রবিবার (১৫ মে) রাত্র ০২:১৫ ঘটিকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের বেগমপুর এলাকার বিরামপুর ও হাকিমপুর সড়কের ঘোড়াঘাট রেল গুমটি সংলগ্ন জোসনার ভাতের হোটেলের ভিতরে ও হোটেলের পাশে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসায় জড়িত মা ও মেয়ে আসামি ১. মোছাঃ বিউটি খাতুন (২১), ২. মোছাঃ ছুইটি খাতুন (১৯), উভয় পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, মাতা-মোছাঃ জোসানা বেগম, ৩.মোছাঃ জোসনা বেগম(৫০), স্বামী-মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম-বেগমপুর, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুর।

১১০ গ্রাম শুকনা গাঁজা, ৩০০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ ও গাঁজা বিক্রির নগদ ৩১৭০/- টাকাসহ নাতে নাতে আটক করা হয়। এই ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে, মামলা নং-১০, তারিখ ১৫/০৫/২০২২, ধারাঃ ৩৬ (১) সারণির ১৯(ক)/১৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে। অভিযানটি নেতৃত্ব দেন বিরামপুর থানা অফিসার (এসআই) হরিদাস বর্মন ও সঙ্গীয় অফিসার ফোর্স।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news