স্ট্রোক করে বিভাটেক থেকে পড়ে গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

১০ জুন, ২০২২, ২ years আগে

স্ট্রোক করে বিভাটেক থেকে পড়ে গুরুতর আহত

বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের বারেক (৭০) নামের এক ব্যক্তি যাত্রাপথে বিভাটেক গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়।

আহত ব্যক্তির বাড়ি কাকচিড়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর কাটাখালী গ্রামে। তিনি দুপুরে খাবার খেয়ে কাকচিড়ার পথে রওয়ানা করছিলো।

স্থানীয় জনগণ ও ড্রাইভার এর সূত্রে জানা যায় যে, স্ট্রোক করে মাথা ঘুড়ে গাড়ি থেকে পড়ে যায় পরে মলমূত্রত্যাগ করে।

আহত ব্যক্তি বাড়িতে খবর দিলে তারা এসে কাকচিড়া মেডিকেলে নিয়ে যায়।

পত্রিকা একাত্তর /নুর এ আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news