পাথরঘাটায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবকের

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

১৮ জুলাই, ২০২২, ২ years আগে

পাথরঘাটায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবকের

বরগুনার পাথরঘাটায় চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া ০৮ নং ওয়াডে গলায় ফাঁস দিয়ে মোঃ হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা থানাধীন তাফালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।হাবিবুর রহমান ওই এলাকার ছিদ্দিক মাতুব্বররে ছেলে।

হাবিবুর রহমানের বাবা ও ভাই নাছির মাতুব্বর বাংলা৫২ নিউজকে বলেন, হাবিবুর রহমান (৩৫) সদ্য তৈরি করা নিজের ঘরের বাহিরে বের হয়ে থাকা ছাদের রডের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগায়।

হাবিবুর রহমানের মা ঘর থেকে বের হয়ে দেখে ছেলে ঝুলে আছে দেখে চিৎকার দিলে, বাবা ছিদ্দিক মাতুব্বর ও তার ভাই নাছির মাতুব্বর পিতার ঘর থেকে বের বাহিরে এসে দড়ি কেটে নিচে নামায়।

পাথরঘাটার থানার (এসআই) মোঃ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পত্রিকাএকাত্তর /তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news