ডোমারে ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল ঘর

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ জুলাই, ২০২২, ২ years আগে

ডোমারে ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল ঘর

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৫০টি পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল৯টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২২৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ২৫টি এবং সোনারায় ইউনিয়নের ২৫টি সহ মোট ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে তৈরিকৃত গৃহের চাবি এবং জমির কাগজপত্র হস্তান্তর করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

গৃহের চাবি এবং জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, আশ্রয়ন-২ প্রকল্পের ভূমিহীন-গৃহহীন কার্যক্রমের সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ, ১নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ৯নং সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী প্রমুখ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news