বগুড়ার নন্দীগ্রামে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মখলেছুর রহমান মিন্টু পুনরায় সভাপতি ও গোলাম মোস্তফা গামাকে নয়া সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে রণবাঘা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।
এরআগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলমগীর স্বপন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসিন আলী, সাইফুল ইসলাম গোলাপ, ওয়াসিম হোসেন, সরফুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মিলন,নন্দীগ্রাম উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মাহমুদ আলী, ছাত্রলীগের সহ সভাপতি আল নোমান নাদিম প্রমূখ।