শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৪ আগস্ট, ২০২২, ২ years আগে

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের খাঁমারনাচকৈড় এলাকার খোয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কুদ্দুস খোয়ারপাড়া এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। জানা যায়, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে পাশের বাড়ির কুদ্দুস মোল্লা ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী গিয়ে কুদ্দুসকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। এঘটনায় কুদ্দুসের কঠিন শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পত্রিকাএকাত্তর /সোহাগ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news