সীতাকুন্ডে টোলরোডে ভয়াবহ দূর্ঘটনা নিহত-২

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২, ২ years আগে

সীতাকুন্ডে টোলরোডে ভয়াবহ দূর্ঘটনা নিহত-২

চট্রগ্রাম নগরী থেকে সীতাকুন্ডের বাশঁবাড়িয়া বাড়ীতে আসার পথে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দুই আওয়ামীলীগ নেতা নিহত, আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ দুই জন, তাদের অবস্হাও গুরুত্বর বলে জানা গেছে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আওয়ামীলীগ নেত্রী কামরুন্নাহার নিলু জানায়,উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু চৌধুরী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ইসমাইল, সাঃসম্পাদক মোঃ নাছির, ২ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ কামাল চট্রগ্রাম নগরীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সীতাকুন্ড ফিরছিলেন, আজ সোমবার বিকাল ৫ টায় পোর্ট কানেক্টিং দিয়ে আসার পথে বাংলাবাজার এলাকায় আসার পর একটি লড়ি তাদের কারকে পিছন থেকে চাপা দেয়, এতে সবাই গুরুত্বর আহত হয়, এলাকাবাসি তাদের কে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ নাছির (৩৫) ও মোঃ কামাল (২৬) কে মৃত ঘোষনা করে, আহত মোঃরাজু চৌধুরী কে চট্রগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, মেঃ ইসমাইল মেম্বার চমেকে ভর্তি আছে, তাদের অবস্হা গুরুত্বর বলে জানায়।

ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইন্চার্জ জানায়, বিকাল ৫ টায় দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্হলে যাই, আহতদের উদ্ধার করে হাসপাতাল প্রেনে সহযোগীতা করি, গাড়ী দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি। পরে শুনলাম হাসপাতালা দুজন মারা গেছে, দুজন ভর্তি রয়েছে।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news