নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার(১১ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আল আমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যজিষ্ট্রেট আল আমিন জানান,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান মাহবুবুর রহমান স্যারের নির্দেশে বাজার মনিটরিং করা হয়। এসময় বসুরহাটের মাছ বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে এক মাছ ব্যাবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং জেলি পুশকৃত মাছগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর/আবু সাঈদ শাকিল