বিতর্কিত ওসি কেফায়াত উল্লাহ এখন সিএমপিতে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৪ আগস্ট, ২০২২, ২ years আগে

বিতর্কিত ওসি কেফায়াত উল্লাহ এখন সিএমপিতে

রাউজানের বহুল আলোচিত অনেক অপকর্মের হোতা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা আদায়সহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত রাউজানের ওসি কেফায়েত উল্লাহ এখন সিএমপিতে ঢুকেছে।

রাউজানের বহুল আলোচিত অফিসার ইনচার্জ ওসি কেফায়েত উল্লাহর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে বিগত সময়ে। তিনি দায়িত্বে থাকাকালীন বিভিন্ন মানুষকে হয়রানি, মিথ্যা মামলা, জেল জুলুম, জায়গা জমি জবর- দখল, বিনা ওয়ারেন্টে বেআইনিভাবে গ্রেফতার ও পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বর্বর অমানবিক নির্যাতনের অসংখ্য মানবতাবিরোধী বিভিন্ন অভিযোগ রয়েছে।

তার এহেন জগন্য কর্মকাণ্ড এলাকা জুড়ে ব্যাপক আলোচিত। তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও মিডিয়ার অসংখ্য নিউজ হয়েছে। অনেক অভিযোগকারী প্রানে বাচতে তার বিষয়ে ভয়ে মুখ খোলেনি।অভিলম্বে ওসি কেফায়েত উল্লাহকে সিএমপিতে প্রত্যাহার চান ভুক্তভোগীরা।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news