আশুলিয়ায় তিন চাল ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২, ২ years আগে

আশুলিয়ায় তিন চাল ব্যবসায়িকে জরিমানা

সাভারের আশুলিয়ায় মূল্য তালিকা না থাকায় তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান টিম। এসময় অভিযানের কথা টের পেয়ে পালিয়েছে কিছু চাল ব্যবসায়ী।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় চালের আরদে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান জানান, মূল্য তালিকা না থাকায় আসিফ রাইচ এজেন্সিকে ৫ হাজার, মিলন এন্টার প্রাইজের মালিক মোঃ শাহজাহান সরকারকে ৫ হাজার ও মেসার্স মুন্না রাইচ এজেন্সির মালিক শেখ জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সাধারণ জণগণের ভেতর মূল্য তালিকা বিষয়ে সচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

এরআগে দুপুরে কাজী ফার্মসের আশুলিয়া ডিপোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর। সেখানে নানা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সময় নিয়ে শুনানির দিন ধার্য্য করে অভিযান শেষ করা হয়।

অভিযানে কোনো বিচ্ছিন্ন ঘটনা এরাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন সহ আরও পুলিশ সদস্যরা ছিলেন।

পত্রিকাএকাত্তর /সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news