ভোলায় অবৈধ ৪ হাজার ৩শ লিটার সয়াবিন তেলসহ আটক-২

ভোলা জেলা প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২২, ২ years আগে

ভোলায় অবৈধ ৪ হাজার ৩শ লিটার সয়াবিন তেলসহ আটক-২

ভোলায় পাচারকালে কাভার্ডভ্যানসহ ২৪ ব্যারেলে প্রায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণজোন সদস্যরা। এ সময় ভ্যানচালক হাদিস শরিফ (২৭) ও সহযোগী আলামিন (১৪) কে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ডাউরী বাজার এলাকায়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার ইলিশা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ওই অবৈধ সয়াবিন জব্দ করা হয়। কাভার্ডভ্যানসহ জব্দকৃত তেল ও আটককৃতদের আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news