কক্সবাজার জেলা ফুটবল রেফারি সমিতি'র ফুটবল টুর্ণামেন্ট'র উদ্বোধন

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

৪ মার্চ, ২০২২, ৩ years আগে

কক্সবাজার জেলা ফুটবল রেফারি সমিতি'র ফুটবল টুর্ণামেন্ট'র উদ্বোধন

কক্সবাজার জেলা ফুটবল রেফারিদের দম ও ফিটনেস বৃদ্ধি করার লক্ষে জেলা ফুটবল রেফারি সমিতি'র সদস্যদের অংশ গ্রহনে রেফারি ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আর এ টূর্ণামেন্ট'র স্পনসর হয়েছেন দেশের স্বনামধন্য সর্ববৃহৎ ইলেকট্রনিক কোম্পানি ওয়াল্টন গ্রুপ।

০৪ মার্চ (শুক্রবার) জেলা সদরের গোল চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্টোডিয়ামে সকাল ১০ টায় এ টূর্ণামেন্ট'র উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারি সমিতি'র সভাপতি হাসানুজ্জামান পিপিএম।

সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র নির্বাহী পরিচালক ওয়াল্টন গ্রুপ, মীর মোঃ মোতাহার হাসান,এডভাইজার টু চেয়ারম্যান এটিএন বাংলা, লায়ন মোহাম্মদ নুরুল কবির পাশা পরিচালক কুটুম বাড়ি রিসোর্ট এন্ড রেস্তোরাঁ।

টূর্ণামেন্টে সমিতির সদস্যদের পদ্মা, মেঘনা,যমুনা ও কর্ণফুলী নামে ৪ টি দলে ভাগ করা হয়েছে। এ টূর্ণামেন্টের সফল আয়োজনের সার্বিক তত্বাবধানে রয়েছেন জেলা ফুটবল রেফারি সমিতি'র সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী।

উল্লেখ্য যে আগামীকাল ৫ মার্চ একই মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পত্রিকা একত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news