আরিফা পারভিন জামান মৌসুমী ( যিনি মৌসুমী নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। নব্বই দশকের শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত মৌসুমী অভিনীত প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত। সে সময়ে নতুুুনদের মধ্যে মৌসুমী সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন।
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী নতুন একটি বিজ্ঞাপনের কাজ দিয়ে শুটিংয়ে ফিরলেন। আরএফএল গ্যাস স্টোভের নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মৌসুমী। রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন।
মৌসুমী বলেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে সবসময় থিমের দিকে আমি নজর দেই। এবারের কাজটিও তেমন। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।
নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন,একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের বেশ ভালো লাগবে। জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
তিনি ২০০৩ সালের কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রযোজনাও করেছেন তিনটি চলচ্চিত্র। মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা