আজ অভিনেত্রী পার্ণো মিত্রের জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ১১:৪৩ অপরাহ্ণ / ৮৬
আজ অভিনেত্রী পার্ণো মিত্রের জন্মদিন

পার্ণো মিত্র একজন ভারতীয় বাঙালি চিত্রাভিনেত্রী৷ মূলত বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেলের ধারাবাহিকগুলিতে অভিনয় করেন৷ তবে পরিচিতি আসে রবি ওঝা নির্দেশিত খেলা এবং মোহনা এই দুটি ধারাবাহিকে অভিনয় করার পর৷ অভিনয় ছাড়াও তিনি মডেলিং জগতের এক পরিচিত মুখ।

আজ এই অভিনেত্রী ৩৬ বছরে পা রাখলেন। পার্ণো মিত্র জন্মগ্রহণ করেন ৩১ অক্টোবর ১৯৮৭ সালে। পার্ণো মিত্র তার শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায় শেষ করেন প্রট মেমোরিয়াল স্কুল এ। পার্ণো মিত্র তার স্নাতক স্তর শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে।

পার্ণো মিত্রর অভিষেক টিভি সিরিয়াল ছিল রবি ওঝা প্রযোজিত খেলা (২০০৭), যেখানে তিনি ইন্দিরা চরিত্রে অভিনয় করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ৩৫ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের তাপস রায়ের নিকট বরাহনগর আসনে হেরেছেন। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ