সংবাদ পাঠিকা থেকে 'লকডাউন লাভ স্টোরি' দিয়ে বড় পর্দায় রেহনুমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ মার্চ, ২০২২, ২ years আগে

সংবাদ পাঠিকা থেকে 'লকডাউন লাভ স্টোরি' দিয়ে বড় পর্দায় রেহনুমা

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে রেহনুমা মোস্তফা। সংবাদ পাঠিকা থেকে সরাসরি সিনেমায়। চিত্রনায়ক ইমনের বিপরীতে সিনেমাটিতে তাকে দেখা যাবে । আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

সিনেমাটি তৈরি হয়েছে করোনা মহামারির ওপর। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এ সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও।

নির্মাতা শাহ আলম মণ্ডল বলেন, করোনার মহামারি নিয়ে এ সিনেমার গল্প। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার ২৫ মার্চ সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে।এখন দেখার বিষয় ছোট পর্দার রেহনুমা মোস্তফা বড় পর্দায় কতটা সফল হতে পারেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news