অনন্য মামুন বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও চিত্রনাট্যকার। চিত্রনাট্য লেখক হিসাবে অনন্য মামুন ২০০০ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনন্য মামুনের লেখা অনেক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। তাছাড়াও, তিনি টালিউড চলচ্চিত্রের জন্য প্রচুর পান্ডুলিপি লিখেছেন। ২০১২ সালে তিনি তাঁর প্রথম চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম পরিচালনা করেন। তারপরে ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম যৌথ-প্রযোজনার চলচ্চিত্র আমি শুধু চিয়েছি তোমায় পরিচালনা করেন। ২০১৫ সালে ব্ল্যাকমেল (২০১৫-এর চলচ্চিত্র) এবং ভালবাসার গল্প দুটি ছবি মুক্তি পায়।
২০১৬ সালে আরিফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা অভিনীত অস্তিত্ব মুক্তি পায়। ২০১৬ সালে বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত অমি তোমার হতে চায় চলচ্চিত্রটি মুক্তি পায়। তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হলঃ মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আমি তোমার হতে চাই, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকআপ, কসাই।
আজ এই নির্মতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা