শুভ জন্মদিন অভিনেত্রী মাহিমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

শুভ জন্মদিন অভিনেত্রী মাহিমা

টিকটক থেকে জনপ্রিয় হয়ে ছোটপর্দায় চলে আসা মডেল এবং অভিনেত্রীর সংখ্যা অনেক কম আমাদের দেশে। মাখনুন সুলতানা মাহিমা সেই ব্যতিক্রমী চরিত্র। উচ্ছল তারুন্য আর মনকাড়া হাসি দিয়ে ইতোমধ্যে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। দেখাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। অভিনয় প্রতিভায় ততটা পরিপক্ক না হলেও যতই দিন যাচ্ছে তিনি শিখে নিচ্ছেন ছোটপর্দায় কিভাবে কাজ করতে হয় আর কিভাবে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে হয় অভিনয়ে পারদর্শী হতে।

মঞ্চ দিয়েই অভিনয়ের হাতেখড়ি মাহিমার। বর্তমানে সেই অভিজ্ঞতা দিয়ে টিভি নাটকে দ্যুতি ছড়াচ্ছেন। কাজ করছেন একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটকে। অবশ্য ২০১৮ সালে আহসান সারোয়ারের ‘রং ঢং’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। পরে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘কল্পতরুর গল্প’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। মাহিমা কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজও করেছেন তিনি।

মাহিমা 'বদমাইশ পোলাপাইন' ওয়েব সিরিজের দুই সিরিজ দিয়ে দর্শকদের অনেক জনপ্রিয়তা লাভ করেন।

মাহিমা অভিনয় প্রসঙ্গে বলেন, আমার বাবা মা, আমার ফ্যামিলি আমার অভিনয়ের বড় অনুপ্রেরণা ও আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি অভিনয়ের পথে এগিয়ে যেতে পারতাম না। আমি একটু একটু পরিশ্রম করে একজন ভালো অভিনেত্রী হতে চাই! সবাই আমার জন্য দোয়া করবেন।

আজ এই ১৬ জানুয়ারি মাহিমা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news