হ্যাক হলো 'হিরো আলম' এর ফেসবুক আইডি

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

১৮ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

হ্যাক হলো 'হিরো আলম' এর ফেসবুক আইডি
ছবিতে হিরো আলম এবং তার হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট

বিনোদন জগতের অন্যতম অভিনেতা আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এর ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানান পত্রিকা একাত্তরকে।

তিনি জানান, তার ব্যক্তিগত ফেসবুক আইডির ফলোয়ার সংখ্যা ছিল ১ লক্ষ সেটা 'মোঃ রাজা মিয়া' নামে একজন হ্যাকার হ্যাক করে নিয়েছেন। তিনি শুধু ফেসবুক আইডি হ্যাক করে শান্ত হননি এমনকি আমার অফিসিয়াল টিকটক আইডি হ্যাক করে নিয়েছেন তিনি। এমনকি আশরাফুল হোসেন আলম (হিরো আলম) তাকে ৫,০০০৳ দিয়েছিলেন কিন্তু তিনি কোনোভাবেই ফেসবুক একাউন্ট এবং টিকটক একাউন্ট ব্যাক করতে রাজি হননি।

বিষয়টি আরও স্পষ্ট করতে আমাদের জানানো হয় 'রাজা মিয়া নামে একজন লোক হিরো আলমের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, এবং একটা সময় তাকে বলে যে আমি আপনার ফেসবুক প্রোফাইল এবং টিক টক একাউন্ট ভেরিফাই করে দিব। এটা বলে হিরো আলমের থেকে ৫,০০০৳ আবদার করে, এবং তার থেকে ফেসবুক আইডি পাসওয়ার্ড এবং টিকটক আইডি পাসওয়ার্ড নিয়ে সবকিছু নিমিষেই গায়েব করে ফেলে, এবং যোগাযোগ মাধ্যম বন্ধ করে ফেলে।'

অতঃপর হিরো আলম তার সাথে অনেকবার বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই সফল হয়ে উঠতে পারেননি। হয়তোবা একার হিরো আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল এবং টিকটক আইডির মাধ্যমে বিভিন্ন মানুষকে হেনস্থা কিংবা হ্যারেজমেন্ট করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহবান করেছেন 'আশরাফুল হোসেন আলম (হিরো আলম)'।

ব্যক্তিগতভাবে হিরো আলম কারো কাছ থেকে কখনো টাকা-পয়সার ধার কিংবা লেনদেন করে না বিশেষ করে অনলাইনে কারো সাথেই নয় তাই তার আইডি হ্যাক হওয়ার ফলে যদি তার আইডি থেকে কেউ কোন টাকা পয়সার আবদার করে সে ক্ষেত্রে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান করেছেন হিরো আলম।

হিরো আলম আরো বলেন, যেহেতু আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এটি নিয়ে হয়তো অনেক কিছুই করতে পারবে না এটিও রাখে ফেরত দিতেই হবে হয়তোবা এর জন্য আমাকে একটু ঝামেলা পোহাতে হবে কিন্তু আইডি আমাকে ফেরত দিতেই হবে। তিনি বলেন, আমি কেবল মাত্র বিশ্বাসের মর্যাদা দিয়েছিলাম, কিন্তু বিশ্বাসের মর্যাদা এত খারাপ কিন্তু ভয়ঙ্কর হবে আমি তা বুঝতে পারিনি, এজন্য আমি দুঃখিত।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news