মারা গেছে হিরো আলম ভাই এমনটাই জানালেন ফেসবুক। একই ঘটনা কিছুদিন পূর্বে ফেসবুক বাংলাদেশি বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে করেছেন। একই কাজ বিনোদন শিল্পী হিরো আলমের সাথে হয়েছে। ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখে বিকাল ৪:০০ টায় হিরো আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এমনটি দেখা যায়। তবে এমনটি হওয়ার বেশ কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে কেউ এটি ফেসবুকের কাছে ফেক রিপোর্ট করে জানালে এমনটি হয়ে থাকে।
হিরো আলম দিব্যি জীবিত রয়েছেন এবং তিনি এই মুহূর্তে এফডিসির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিকে রিপোর্ট করে কেউ এমনটা করেছে বলে ধারণা করা যাচ্ছে। ফেসবুক লিখেছেন 'আমরা আশা করি এটি মোঃ আশরাফুলের বন্ধু-বান্ধব এবং পরিবারের জন্য তাঁকে স্মরণ করার এবং সম্মান করার জায়গা হতে পারে' ফেসবুকে হিরো আলমের ব্যক্তিগত আইডির নাম 'মোঃ আশরাফুল হোসেন আলম'।
কিছুদিন পূর্বে আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এর অফিশিয়াল ফেইসবুক পেইজে ব্লু ব্যাজ উধাও হয়ে যায় এ নিয়ে ফেসবুকে অনেক বড় তোলপাড় তৈরি হলেও এখন সেই গুঞ্জন থেমে গিয়েছে তবে এখন নতুন করে আবার শুরু হল হিরো আলমের ব্যক্তিগত ফেসবুক আইডির গুরুজন যা ফেসবুকের অনেকেই যেন টেনশনে ফেলে দিচ্ছে।
বেশ কয়েকদিন পূর্বে ব্যাচেলর পয়েন্ট কাবিলা এবং তাসলিমা নাসরিন সহ বেশ কয়েকজন আর ফেসবুক পেইজে এমনটি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এটি কেউ ব্যক্তিগতভাবে রিপোর্ট করে ফেসবুকে জানিয়েছে তবে এটার সত্যতা যাচাই করা প্রয়োজন বলে অনেকেই মনে করেন।
বর্তমানে হিরো আলম এফডিসির নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। হিরো আলম সব সময় অনলাইন জগতকে বিনোদনের মাধ্যমে মাতিয়ে তোলেন, বিভিন্ন রকমের গানের মাধ্যমে মানুষের মন জয় করে নেন।