‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন, প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদুল হক, উপজেলা বন কর্মকর্তা এস এম মঞ্জুরুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, উদ্যোক্তাগণসহ আরো অনেকে।
পত্রিকা একাত্তর / মো. আজিজার রহমান
আপনার মতামত লিখুন :