জামালপুরে শারীরিক প্রতিবন্ধী দুইজনকে হুইল চেয়ার উপহার দিয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ।জন্মের পর থেকেই শারিরীক সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অসুবিধা হত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফয়সাল ও হোসাইনের।
হুইল চেয়ারের অভাবে স্কুল সহ অন্য কোথাও যেতে সমস্যা হত তাদের। কিন্তু গবীব বাবার পক্ষে সংসার চালিয়ে হুইল চেয়ার কিনে দেয়ার সাধ্য হয়নি।বিষয়টি জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ কে অবগত করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বুধবার (২ ফেব্রুয়ারী) সকালে ২টি হুইল চেয়ার দিয়ে উপহার দেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলার বিশেষ চাহিদা সম্পুর্ণ (প্রতিবন্ধী) চাঁদপুর গ্রামের কিশোর ফয়সাল আহমেদ ও হোসাইন কে হুইল চেয়ার প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
পত্রিকা একাত্তর / সাকিব আল হাসান নাহিদ