গ্রাম অঞ্চলে সকাল সন্ধ্যা পড়ালেখা পরিবর্তে মোবাইল নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৯ সেপ্টেম্বর, ২০২২, ২ years আগে

গ্রাম অঞ্চলে সকাল সন্ধ্যা পড়ালেখা পরিবর্তে মোবাইল নিয়ে ব্যস্ত  শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস কেন! অথচ ৫ থেকে ১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত।

পরীক্ষার সময় ঘনিয়ে আসলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল।

সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি গ্রুপিং করা নিয়ে ব্যাস্ত শিক্ষার্থীরা। অতিরিক্ত মোবাইল ফোন ব্যাবহার করার কারনে মেজাজ খিটখিটে সহ বিভিন্ন ধারনের শারীরিক ও মানসিক রোগে ভুগতেছে শিক্ষার্থীরা।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news