মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে- সামান্থা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ১১:৪৫ অপরাহ্ণ / ১১০
মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে- সামান্থা

দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। জানাগেছে, মায়োসাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে। এই রোগটি এতটাই জটিল যে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে পেশিকে আক্রমণ করে। একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেকসময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ মায়োসাইটিস রোগের প্রধান উপসর্গ হলো- দুর্বলতা, পেশির ব্যথা।

সময়ের সঙ্গে ধীরে ধীরে খারাপ হয়। হাঁটা বা দাঁড়ানোর পর খুব ক্লান্ত লাগে। সাধারণত ইমিউন সিস্টেমের সমস্যার কারণে এই রোগ হয়। সামান্থা ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যার একটি ছবি দিয়েছেন। তার হাত এবং মাথার পিছনটা দৃশ্যমান। হাতে একাধিক নল লাগানো রয়েছে। দুই হাত দিয়ে হৃদয়ের চিহ্ন ফুটিয়ে তুলেছেন।

ক্যাপশনে লিখেছেন, কয়েকমাস আগে ‘মায়োসাইটিস’ নামে একটি অটোইমিউন রোগ ধরা পড়ে আমার শরীরে। ভেবেছিলাম, সেরে ওঠার পরেই এই খবরটা আপনাদের জানাব। কিন্তু যতটা ভেবেছিলাম, তার থেকে একটু বেশি সময় নিচ্ছে সারতে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে আমাদের সবসময় শক্ত থাকার দরকার নেই। এই দুর্বলতাকে গ্রহণ করতে শিখছি।

তবে খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদী চিকিৎসকরা। ভালো দিন এবং খারাপ দিন, দুই রকমের সময় কাটিয়েছি। শারীরিক ও মানসিকভাবে। এমনকি যখন মনে হয়েছে যে, আমি এর থেকে বেশি আর একটা দিনও সহ্য করতে পারছি না, সেই মুহূর্তটিও কোনওভাবে কেটে গিয়েছে। আর তা থেকেই বুঝতে পারছি যে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আপনাদের ভালোবাসা। এই সময়টাও কেটে যাবে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ