আজ পয়লা ফাল্গুন, সবাই‌কে বাসন্তিক শু‌ভেচ্ছা

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

আজ পয়লা ফাল্গুন, সবাই‌কে বাসন্তিক শু‌ভেচ্ছা

আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বস‌ন্তের আগম‌নি বার্তার দুয়া‌রে কড়া নাড়া। গা‌ছে গা‌ছে নতুন কিশলয়ের মুহূর্মুহূ দোদূল্যমানতায় ‌সে খবর জানান দি‌চ্ছে। প্রকৃ‌তিও ঋতুরাজ‌কে বরণ ক‌রে নি‌তে নি‌জে‌কে সাজা‌চ্ছে অপরূপ ব‌র্ণিল সা‌জে। কু‌কিলের কুহু কুহু গুঞ্জর‌ণের দূ‌তিয়ালী অভ্যর্থনা যেন এক পশলা বৃ‌ষ্টির শু‌ভেচ্ছা সিক্ত বস‌ন্তের নান্দ‌নিক স‌ম্মিলন।

পলাশ,‌ শিমুল ফু‌লেরা বিবসনা হ‌য়ে মে‌লে ধরছে নি‌জে‌দের। অষ্টাদশী,‌ ষোড়শী যৈবতীও নি‌জে‌দের‌ মে‌লে ধর‌বে বাসন্তী সা‌জের বাহারী রূ‌পে। ক‌বির ক‌বিতায়ও আস‌বে নতুন‌ত্বের বাতায়ন। যে বাতায়‌নে প্রবা‌হিত হবে সৃ‌ষ্টি সু‌খের উল্লা‌সে প্রাণবন্ত অ‌মিয় ধারার স্ফূরণ।

ঋতুরা‌জের ধরি‌ত্রীতে আগম‌নে মনুষ্যকু‌লের মন মন‌নে আসুক নতুন‌ত্বের ফল্গুধারা। শুভ চিন্তা-চেতনার নব স‌মিকরণ। প্র‌তি‌টি প্রাণিকু‌লের জন্য মানুষের ভালবাসা হোক অপার বিস্তৃর্ণ। উদারতার সা‌থে বি‌চ্ছেদ ঘটুক সংকীর্ণতার। শুভ কামনা সবার ত‌রে বাসন্তিক।

সবাই বাসন্তী শু‌ভেচ্ছায় সিক্ত হোক। সহকর্মী শুভ্যানুধ্যায়ী, পাঠক, কলা‌কৌশুলী প‌ত্রিকা একাত্ত‌রের।

পত্রিকা একাত্তর/ ‌মো.নুর উল্লাহ আ‌রিফ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news