বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের পুটিমারী বাজারে ৫ টি দোকান পুরে ছাই হয়েছে।
জানাগেছে,গতকাল সোমবার সকাল ৭ টার সময় হয় মোঃআব্দুল হকিম শেখ পিতা মৃত - শের আলী শেখ এর চা ও মুদির দোকানে প্রথমে আগুন লাগে।ধারনা করা হয় বিদ্যুৎ এর সর্ট সার্কিটের ফলে দোকানের মধ্যে আগুনের উৎপত্তি হয়।
পরবর্তীতে আগুন ছাড়িয়ে পরলে পারসো বর্তী আরো চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়। বজারের মসজিদের মুয়াজ্জিন হঠাত আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে আগুনের বিষয়টি এলাকার লোকজনদের জানালে এলাকা বাসি এসে আগুন নেভায় এবং খুলনা সদরের ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন সম্পূর্ণ নিয়ত্রনে আনে। ফলে আগুনের হাত থেকে রক্ষা পায় বাকি দোকান গুলো।
ক্ষতিগ্রস্তরা হলো
১। হরিচান মন্ডল পিতা - গুরুপদ মন্ডল। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
২।মোঃআবুল হাওলাদর পিতা - আকুব্বর হাং ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা।
৩।হকিম শেখ পিতা মৃত শের আলী শেখ। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
৪।অংশ পতি রায় পিতা - হরিবর রায়।ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ টাকা।
৫।পঞ্চা রায় পিতা - শুখ রায়। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ টাকা। সর্ব সং পুটিমারী, থানা - লবনচরা জেলা খুলনা।
আক্তারুল ইসলাম: বটিয়াঘাটা।