পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের ভোট আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় ৭টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৮ জন।
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতা দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া পড়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকার বিজয় এখন ধোয়াশাচ্ছন্ন।
দলীয় মনোনয়ন না পেয়ে ৭টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন ৮ জন। বিদ্রোহী প্রার্থীরা হলেন- ২নং কেতকীবাড়ি ইউনিয়নে মাহাবুবুল আলম প্রামাণিক ওহাবুল (ঘোড়া), ৩নং গোমনাতি ইউনিয়নে আহম্মেদ ফয়সাল শুভ (ঘোড়া), ৪নং জোড়াবাড়ি ইউনিয়নে সাখাওয়াত হাবিব বাবু (অটোরিক্সা), ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মো. নুরুজ্জামান বাবুল (মটরসাইকেল), ৭নং বোড়াগাড়ি ইউনিয়নে মো. আমিনুল ইসলাম রিমুন (আনারস), ৮নং ডোমার সদর ইউনিয়নে হাফিজুল ইসলাম হাফিজ (আনারস), ৯নং হরিণচড়া ইউনিয়নে তৈয়বুর রহমান (মটরসাইকেল) ও আরিফুর রহমান মিলন (চশমা)।
এ বিষয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, যারা নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের দলে থাকার কোনো অধিকার নেই। তারা দলের গঠনতন্ত্র অমান্য ও লঙ্ঘন করছেন। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অতিদ্রুত দল/সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারি উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ১ লাখ ৭৮ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে পুরুষ ভোটার ৯০ হাজার ৮১৯ জন এবং নারী ভোটার ৮৭ হাজার ৯১২ জন রয়েছেন।
আজমির রহমান রিশাদ || ডোমার উপজেলা (নীলফামারী) প্রতিনিধি।