সৈকতে নারী-শিশুদের জন্য আলাদা জোন!

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৯ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে

সৈকতে নারী-শিশুদের জন্য আলাদা জোন!

সম্প্রতি কক্সবাজারে কিছু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ দূর- দুরান্ত থেকে আগত সকল পর্যটকের নিরাপত্তা কথা চিন্তা করে এই বিশেষ জোনটি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল আফসার উপস্থিত ছিলেন।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউস থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে নারীদের জন্য বিশেষ জোন তৈরি করা হয়েছে।

নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা ব্যবস্থা এই পর্যটন জেলায় থাক।যারা একটু নিজেদের মতো করে বিশেষ করে নারীরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তায় গোসল করতে চাই তাদের জন্য এই ব্যবস্থা।জেলা প্রশাসক আরো বলেন যারা নিজেদের মতো করে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করবে তারাও তাদের মতো তাদের মতো এই সৌন্দর্য্যকে উপভোগ করতে পারেন।

নারী ও শিশুরা যারা আগ্রহী এই সংরক্ষীত এলাকায় গোসল করবে ঘুরবে বিশেষ করে তাদের জন্য এই ব্যবস্থা এই জোনে সর্বদা নারী বিচ কর্মী ও নারী টুরিস্ট পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে এবং কক্সবাজার পর্যটন বন্ধব সৃষ্টি করার লক্ষ্যে যতা যত সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে বলে জানান।

সাগর দে, সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news