রামুতে বার দিন ধরে পালিত হচ্ছে বঙ্গবন্ধু উৎসব। গত ১১ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে" বঙ্গবন্ধু উৎসব" মেলা।
মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।এর পর ভিবিন্ন দিন ভিবিন্ন প্রশাসনিকের উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামীলীগের ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।
রামুবাসীর মিলন মেলায় পরিনত হয়। মেলার আয়োজকরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনূকুলে থাকায় স্বপরিবারে ঘুরতে আসছে মেলায় ও মেলার সকল দর্শনার্থীরা।
এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সকলে একসাথে উৎসবমুখর পরিবেশে মেলা উপভোগ করছে বলে জানান মেলার আয়োজকরা।
উক্ত বারদিন ব্যাপী মেলায় ভিবিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সংগঠনরা হরেকরকম নাট্য শিল্পকর্মের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে ফুটিয়ে তুলে। দেশত্ববোধক গান ও নৃত্য পরিবেশনের মাধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ও জমজমাট মেলা উৎযাপন হয়।।
মেলায় ভিন্ন ভিন্ন সাজে ভিন্ন ভিন্ন রকমারি দোকানপাট বসে। মেলার দোকান ব্যবসায়ীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এবছর ক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকান মালিকরা।
পত্রিকা একাত্তর /সাগর দে