সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ণ প্রকল্পে (৩য় পর্যায়ে ) পাকা বসতঘর পাচ্ছে। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জে তেতুলিয়া মৌজায় আশ্রয়ণ প্রকল্পে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে দুপুর সাড়ে বারোটায় প্রেস বিফিং এ জানানো হয় আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার ঘরগুলো বরাদ্দ পাওয়াদের মাঝে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেনসের মাধ্যম এ ঘর হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রেস বিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ( ভুমি) ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা।
প্রেস বিফিং সুএে , প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বসতঘর বরাদ্দ পাওয়া মায়া রাণীর নিজস্ব কোনো বসতঘর ছিলো না। পেশায় বাঁশ দিয়ে গৃহস্থালি সামগ্রী তৈরী ও বিক্রেতা মায়া রাণী এ ঘর পেয়ে খুবই খুশী হয়েছেন। প্রতিটি পরিবার ২শতক জমিসহ আধাপাকা একক ঘর পাচ্ছেন। বসতঘরগুলো ২রুমের এবং একটি রান্নাঘর, একটি টয়লেটসহ বিদ্যুত ও সুপেয় পানি ব্যবস্থা থাকছে।
পত্রিকা একাত্তর /মোঃ শাহাদত হোসেন