গোমস্তাপুরে ৫০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর!

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

২৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

গোমস্তাপুরে ৫০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর!

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। সারা দেশের ন্যায় চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,

অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস,চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ।

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে ভীষন আনন্দে আত্মহারা রংফুল বেগম বলেন আমি রহনপুর রেলস্টেশন এর প্লাটফর্ম ও বিভিন্ন দোকানের বারান্দায় শুয়ে রাত পার করেছি। কখন ভাবিনি হামি দালান বাড়ি পাবো। ঈদের আগে মুজিবের বেটি হামাকে বাড়ি উপহার দিলো নতুন বাড়িতে ঈদ করবো এটা খুব আনন্দের হবে। ঝড়-বৃষ্টির ও গরমে হামার আর কষ্ট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হামি দোয়া করবো।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news