বৃদ্ধ নিঃস্ব দুই ভ্যান চালকের বাড়িতে ইউএনও

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২ মে, ২০২২, ২ years আগে

বৃদ্ধ নিঃস্ব দুই ভ্যান চালকের বাড়িতে ইউএনও

ব্যাটারিবিহীন ভ্যানে খালি পায়ে প্যাডেল করে জীবিকা নির্বাহকারী সেই দুই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার দিলেন গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেন। নাজিরপুর ইউনিয়নের মোল্লাবাজার গ্রামের তাহের মোল্লা (৭০) ও বিয়াঘাট ইউনিয়নের নারায়নপুর গ্রামের আবেদ আলীর পরিবারকে সোমবার দুপুরে ওই সামগ্রী দেওয়া হয়।

বৃদ্ধ তাহের আজ সারাদিন ভ্যান চালাবে। যা আয় হবে তা দিয়ে খাবার কিনবেন বলে জানালেন স্ত্রী পরিমন। সেই মুহুর্তে ইউএনও'র উপহার পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তাহেরের স্ত্রী। অপরদিকে নারায়ণপুরের আবেদ আলী দম্পতি দ্বিতীয় দফায় সহায়তা পেয়ে খুশি হয়ে দোয়া করেন উপস্থিত সবার জন্য। ইউএনও তমাল বলেন, এধরনের নিঃস্ব পরিবারগুলোকে সহায়তা দিতে পেরে আমিও মানসিকভাবে স্বস্তি পাচ্ছি।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news