ঈদ আনন্দে সোমাইখালি

নেত্রকোণা জেলা প্রতিনিধি

৪ মে, ২০২২, ২ years আগে

ঈদ আনন্দে সোমাইখালি

আজ ৩ই মে। পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘদিন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এই প্রথম সমগ্র দেশবাসী খোলা মাঠে ঈদের মাঠে নামাজ আদায় করে ঈদ উদযাপন করেছে।

ঈদ উদযাপনের অংশ হিসেবে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সোমাইখালি হয়ে উঠেছে এক রোমাঞ্চকর স্থান।

নেত্রকোণা থেকে আটপাড়া পর্যন্ত পাকা রাস্তার দুপাশে সোমাইখালি একটি ছোট হাওর এবং ছোট খালের ন্যায় নদীতে রয়েছে একটি অসাধারণ ব্রিজ।

বর্ষাকালে ব্রিজের দুই পাশে বিশাল জলরাশিতে মনে হয় যেন মিনি কক্সবাজার। প্রতি ঈদে এবং ছুটির দিনগুলোতে সোমাইখালি পরিনত হয় বিনোদন প্রেমীদের এক মিলন মেলায়।

এবারও সকালের বৃষ্টিভেজা ঈদের জামাত শেষে ফুটফুটে পড়ন্ত বিকেল ও সোমাইখালির অপরুপ সুন্দর্য বিনোদন প্রেমীদের ঈদকে করেছে আরও মধুময় ও রোমাঞ্চকর।

পত্রিকা একাত্তর / মোঃ খোকন নেত্রকোণা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news